চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদীর খান সড়ক এলাকায় জুয়া খেলায় হেরে যাওয়ায় সহযোগী রেহান উদ্দিন মিজি (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এতে অভিযুক্ত খোরশেদ আলমকে (২৭) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কোহিনুর বেগম।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. খোরশেদ আলম (২৭)। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেফালী পাড়া জোর ভূঁইয়া বাড়ির মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে। নিহত রেহান উদ্দিন মিজি (৫৫) শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাসিন্দা এবং চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডের খান সড়কের তামান্না শারমীন ভিলার তৃতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি পেশায় ড্রেজার ব্যবসায়ী ছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কোহিনুর বেগম জানান, জুয়া খেলতে গিয়ে খোরশেদের সঙ্গে রেহান উদ্দিন মিজির পরিচয় হয়। তারা প্রায়ই একসঙ্গে জুয়া খেলতেন। কিন্তু বারবার জুয়ায় হেরে খোরশেদ ক্ষুব্ধ হয়ে ওঠেন।
২০২১ সালের ২৩ জুন দুপুরে মিজির বাসায় গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন খোরশেদ। ঘটনার সময় মিজির স্ত্রী পারভীন বেগম পারিবারিক কাজে নিজ এলাকা শরীয়তপুরে ছিলেন।
দুপুরে স্বামীকে ফোনে না পেয়ে পাশের বাসার ভাড়াটিয়া মরিয়ম বেগমকে খোঁজ নিতে বলেন পারভীন। পরে তিনি বাসার দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করলে বিছানায় রক্তাক্ত অবস্থায় মিজির লাশ দেখতে পান।
ঘটনার দুই দিন পর ২৫ জুন নিহতের স্ত্রী পারভীন বেগম চাঁদপুর সদর মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় খোরশেদ আলমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবার ওই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন।
নিজস্ব প্রতিবেদক/
১১ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur