চাঁদপুর

জুমার পর চাঁদপুরে হাজারো নবীপ্রেমিদের ঢল

ফ্রা‌ন্সে বিশ্বনবী (সা.) ব্যাঙ্গ চিত্র প্রদর্শ‌ণের প্র‌তিবা‌দে কেন্দ্রীয় কর্মসূ‌চির অংশ হি‌সে‌বে ‌হেফাজ‌তে ইসলাম বাংলা‌দে‌শ চাঁদপুর জেলা শাখার উ‌দ্দ্যো‌গে বিক্ষোভ সমা‌বেশ ও বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

৩০ অ‌ক্টোবর শুক্রবার বাদ জুমা শহ‌রের শপথ চত্ত্ব‌রে বি‌ক্ষোভ মিছিল পূর্ব সমা‌বে‌শে নবীপ্রেমি মুসলমানদেন ঢল নামে যেনো। জুম্মার নামাজের পরে চাঁদপুর শহরের বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদ থেকে অগণিত মুসুল্লিরা বিক্ষিপ্ত মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করে।

দুপুর তিনটার মধ্যে চাঁদপুর শহরের বাইতুল আমান জামে মসজিদের সামনে শপথ চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অত্যন্ত সুশৃংখলভাবে মুসুল্লিরা তাদের প্রিয় নবীজির ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ জানাই।

সমাবাবেশে বক্তব্য রা‌খেন, ‌হেফাজ‌তে ইসলাম বাংলা‌দে‌শ চাঁদপুর জেলা শাখার ‌সি‌নিয়র ‌সি‌নিয়র সহ সভাপ‌তি মুফতী সিরাজুল ইসলাম, ‌বেগম জা‌মে মসজি‌দের খ‌তিব মুফ‌তি মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক আনোয়ারুল ক‌রিম, জেলা শাখার হা‌ফেজ কারী র‌দিশ আহ‌মেদ, মাওলানা মোঃ নুরুর ইসলাম, মাওলানা মফিজুল হক, সদস্য মাওলানা মোঃ ফারুক, হা‌ফেজ মাওলানা ওবায়দুল্লা প্রমূখ।

বক্তারা ব‌লেন, পৃ‌থিবীর সকল দলমত এক‌দি‌কে অামার বিশ্বনবী এক‌দি‌কে। ফ্রান্সে বসবাসকারী‌ মুসলমান‌দের উপর হুম‌কি দেওয়া হ‌চ্ছে। বিশ্বনবীর অবমাননা কোন মুসলমান মে‌নে নে‌বে না। বাংলা‌দে‌শে থে‌কে ফ্রা‌ন্সের দূতাবাস বন্ধ কর‌তে হ‌বে। তা না হ‌লে বাংলার মুসলামান অাপনা‌দের‌কে প্রত্যাহার কর‌বে। ই‌তিম‌ধ্যে অামা‌দের‌কে জঙ্গী অাখ্যা দি‌তে এক‌টি কুচক্রী মহল কাজ কর‌ছে। র‌ক্তের বি‌নিম‌য়ে সকল অন্যা‌য়ের প্র‌তিবাদ কর‌বো ইনশাল্লা।

বক্তারা অ‌া‌রো ব‌লেন,প্রিয় চাঁদপু‌রের অধ্যক্ষ রতন কুমার মজুমদার‌ ইসলাম ধর্ম এবং আলেমদের নিয়ে কটুক্তি করেছেন। আমরা তার উ‌দ্দে‌ে‌শ্যে শেষ বা‌রের ম‌তো ব‌লে‌ দি‌তে চাই, য‌দি আপনি নিঃশর্ত ক্ষমা না চান, তাহ‌লে ৬৪ জেলা থে‌কে অা‌ন্দোল‌নের ডাক দেওয়া হ‌বে।

রষ্ট্রীয়ভা‌বে ফ্রা‌ন্সের বিরু‌দ্ধে প্র‌তিবাদ এখ‌নো করা হ‌চ্ছে না, এ বিলম্ব হওয়ার কারন কি তা আমাদের বোধগম্য নয়। এ‌দের দূতাবাস‌কে বন্ধ করুন, কর‌তে হ‌বে।

সমা‌বেশ শে‌ষে শপথ চত্ত্ব‌রে থে‌কে এক‌টি বিশাল মি‌ছিল বের হ‌য়ে শহ‌রের ক‌য়েক‌টি সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে ই‌লিশ চত্ত্ব‌রে গি‌য়ে ফ্রান্স প্রে‌সি‌ডেন্ট ম্যা‌ক্রোর কু্শপুত্ত‌িকা পোড়ায় বিক্ষুব্দ জনতা।

প্রতিবেদক:আশিক বিন রহিম,৩০ অক্টোবর ২০২০

Share