ইসলাম

জুমার দিনের ফজিলত

শুক্রবার, ১২ জুন ২০১৫ ১১:৫৮ পূর্বাহ্ন

সপ্তাহের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন। (মুসলিম)

মুসলমানদের জন্য শুক্রবার একটি বিশেষ অর্থবহ দিন।। কিন্তু কি এর কারণ? কেনই বা শুক্রবারের গুরুত্ব এতো, তা হয়তো অনেকেই জানি না।। আসুন তবে জেনে নেই আজ।

► শুক্রবার দিনে প্রথম মানুষ হযরত আদম (আ.) কে সৃষ্টি করা হয়েছে।।

► এই দিনে হযরত আদম (আ.) বেহেশতে স্থান দেয়া হয়েছে।।

► এই দিনেই হযরত আদম (আ.) পৃথিবীতে অবতরণ করেন।।

► সপ্তাহের সাতটি দিনের মাঝে শুক্রবারই সে দিন যেদিন হযরত আদম (আ.) ইন্তেকাল করেছিলেন।।

► শুক্রবার দু’আ কবুলেরও দিন, তবে দোয়ায় নিষিদ্ধ/হারাম কিছু চাওয়া যাবে না।।

► এই দিনেই হবে কিয়ামত।

► দিনের ছোট পাপসমূহ ক্ষমা করে দেবেন। (মুসলিম)

► নামাজে এসে একটা পাথর স্পর্শ করাও অনর্থক কাজ বিবেচিত হবে।(মুসলিম) সামনে জায়গা না থাকলে দুজনের মাঝে ফাঁক করে সামনে না যাওয়া। (বুখারী)

► জুমার দিনে গোসল করা সুন্নত। (বুখারী, মুসলিম)

► সুগন্ধি ব্যবহার করা। (বুখারী)

► প্রথম ভাগে জুমায় গেলে ঊট কুরবানীর সাওয়াব, দ্বিতীয় ভাগে গরু কুরবানীর সাওয়াব, তৃতীয় ভাগে ছাগল বা ভেড়ার সাওয়াব, চতুর্থ ভাগে মুরগির সাওয়াব, পঞ্চম ভাগে একটি ডিমের সাওয়াব প্রদান করা হয়। (বুখারী, মুসলিম)

► এদিনে এমন এক সময় রয়েছে সে সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। (বুখারী, মুসলিম)

► রাসূল ِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ُ এর উপর অধিক পরিমানে দরুদ পাঠানো, আল্লাহ তাআলা আমাদের দরুদ তাঁর সন্মুখে পেশ করিয়ে থাকেন। (আবূ দাউদ) একবার দরুদ পাঠালে আল্লাহ তাআলা দশবার রহমত প্রেরণ করবেন বান্দার উপর । (মুসলিম)

► সূরা কাহাফ তিলাওয়াত করা, বিনিময়ে আল্লাহ দু’জুমার মধ্যবর্তী সময় নূর দ্বারা আলোকিত করবেন। (নাসাঈ, বাইহাক্বী)

► উত্তম কাপড় পরিধান করা। (বুখারী, মুসলিম, আহমাদ)

► মিসওয়াক করা, পরিচ্ছন্ন হওয়া। (আহমাদ)

এটি এমন একটি দিন যেদিন আল্লাহতায়ালা, পরম করুণাময় আমাদের সগীরা (ছোট) গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে থাকেন, শুধুমাত্র ওইদিনেরই নয় বরং পুরো সপ্তাহের এবং সাথে অতিরিক্ত আরো তিন দিনের।

সহীহ মুসলিমের হাদীসটি বর্ণিত হলো- আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত রাসুলুল্লাহ ِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ُ বলেন, “যদি কেউ যথাযথভাবে ওযু (পবিত্রতা অর্জন) করল, এরপর জুমার নামাযে আসলো, মনোযোগের সাথে খুতবা শুনলো এবং নীরবতা পালন করে, তার ওই শুক্রবার এবং পরবর্তী শুক্রবারের মধ্যবর্তী সকল ছোটোখাট গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে, সাথে অতিরিক্ত আরো তিনটি দিনেরও।” (মুসলিম)

(সুবহানাল্লাহ) আল্লাহ আমাদের জানার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।। আমীন।।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমসর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share