ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ‘নির্ধারণ’ করে দেয়া জুমার নামাজের খুতবা বাতিল করতে সরকারের প্রতি একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু।
সোমবার (২৫ জুলাই) ‘মুসলিম উম্মাহ’র পক্ষে এ নোটিশটি পাঠান তিনি। আগামী সাতদিনের মধ্যে এ নোটিশের জবাব না দিলে নোটিশের বিবাদী ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইফার ডিজি শামীম মো. আফজালের বিরুদ্ধে হাইকোর্টের রিট আবেদন করা হবে বলে জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারণ করে দেয়া জুমার নামাজের খুতবা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল বলে উল্লেখ করা হয়েছে। এই আইনজীবী অরো উল্লেখ করেছেন জুমার নামাজে মসজিদের ইমামরা যে সব খুতবা দিয়ে থাকেন। সেগুলো ধর্মপ্রাণ মুসলমান গ্রহণ করেন ইবাদত বন্দেগি পালন করে থাকেন।
ইমামদেরকে খুতবা নির্দিষ্ট করে দিলে ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় অনুভুতিতে আঘাতের শামিল। কেন ইফা কর্তৃক এই নিয়ম আইনগতভাবে অবৈধ হবে না এবং এটি কেন বাতিল করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
নিউজ ডেস্ক ।। আপডেট ০৪:১২ পিএম,২৫ জুলাই ২০১৬,সমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur