সদ্যবিদায়ী জুন মাসে ২.৫৪ বিলিয়ন বা ২৫৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ২৯ হাজার ৯৯৫ কোটি টাকা।
সোমবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরের পুরো সময়ে এসেছে প্রায় ২৩.৯১ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুনে ২৫৪ কোটি ২০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। এটি তিন বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।
এর আগে সবশেষ ২০২০ সালের জুলাইয়ে আড়াই বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। ওই সময় এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স।
এদিকে, সদ্যবিদায়ী অর্থবছরের মে মাসে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ৩৮ লাখ ডলারের। সে হিসাবে, মে মাসের তুলনায় জুনে ২৮ কোটি ৮২ লাখ ডলার বেশি এসেছে। এছাড়া গত বছরের জুন মাসে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১ জুলাই ২০২৪