জীবিত ও মৃত অবস্থায় মা-বাবার প্রতি যেসব হক

সন্তানের ওপর আপনার পিতা-মাতার অধিকারগুলো কখনো ভেবে দেখেছেন কি? পিতা-মাতার অধিকার মোট ১৪টি। আসুন অধিকারগুলো জানি এবং পালন করার চেষ্টা করি।
জীবিত অবস্থায় পিতা-মাতার ৭টি হক
১. তাদেরকে ভক্তি ও শ্রদ্ধা করা
২. পিতা-মাতাকে মুহাব্বত করা
৩. তাদের জায়েজ আদেশ মেনে চলা
৪. খিদমত করা
৫. জায়েজ প্রয়োজন পূরণ করা
৬. পিতা-মাতাকে শান্তি পৌঁছানোর চেষ্টা করা
৭. পিতা-মাতা থেকে দূরে অবস্থান করলে মাঝে মাঝে তাদের সঙ্গে সাক্ষাৎ করা।
মৃত্যুর পর পিতা-মাতার ৭টি হক
১. পিতা-মাতার জন্য মাগফিরাতের দু’আ করা
২. নেক কাজ করে পিতা-মাতার জন্য ছওয়াব রেছানী করা
৩. পিতা-মাতার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সম্মান করা
৪. পিতা-মাতার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের আর্থিক সহযোগিতা করা
৫. পিতা-মাতার ঋণ ও আমানত পরিশোধ করা
৬. পিতা-মাতার জায়েজ অছিয়্যাত পূরণ করা
৭. মাঝে মাঝে পিতা-মাতার কবর জিয়ারত করা [জুম’আর দিন আছরের পর কবর জিয়ারত করা উত্তম।] (মেশকাত শরীফ)

Share