জীবন যাত্রার মান দিন দিন উন্নতি লাভ করছে: এমপি রুহুল

চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নূরুল আমিন রুহুল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাস্ট্র ক্ষমতায় আসার পর দেশ এগিয়ে যাচ্ছে। প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে স্বাবলম্বী হয়েছে। এখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। জীবন যাত্রার মান দিন দিন উন্নতি লাভ করছে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিবেন। সরকারের সকল সুযোগ সুবিধা যাতে উপকারভোগী জনগণ কোনো প্রতিবন্ধকতা ছাড়া পায় সেটা সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের নির্দেশনা দেন।

২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে মতলব নিউ হোস্টেল মাঠে মতলব দক্ষিণ উপজেলা প্রাণীসম্পদ বিভাগের উদ্যোগে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রিয়াদুল আলম রিয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, ভাইস চেয়ারম্যান মুবিন সুজন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সভাপতি আক্তার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সারওয়ার সরকার লিখন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তামিম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ জাকির হুসাইন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন সরকার, ওসি (তদন্ত) সালেহ আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহির সরকার, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, বর্তমান সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আল এমরান চৌধুরী, উত্তম ঘোষ, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, মোঃ আনোয়ার হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র ঘোষ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ জাকির, জাহাঙ্গীর আলম প্রধান, সদস্য মোশারফ হোসেন তালুকদার, আশরাফুল জাহান শাওলিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি অতিথিদের নিয়ে স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে বিভিন্ন পশুপাখির ৪২ টি স্টল স্থান পেয়েছে। শেষে সেরা তিন অংশগ্রহণকারী খামারীকে পুরষ্কার প্রদান করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

Share