Saturday, 01 August, 2015 03:01:43 AM
চাঁদপুর টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
ঈদের দিন সকাল থেকেই সমুদ্রগড়ের চরগোপালপুর গঙ্গার ঘাটে ভিড় জমিয়েছিলেন স্থানীরা। হালকা বৃষ্টিতে গঙ্গার পারটা উপভোগ্যই হয়ে উঠেছিল। ছোট্ট শিশুরা ছুটাছুটি করছিল এদিক-ওদিক। তাদেরকেই সামলাতে ব্যস্ত ছির বাবা-মা’রা।
আর এ সময়ই গঙ্গায় গোসল করতে নেমে পানিতে ভেসে যায় পাঁচ কিশোরী। অথচ তাদের কেউই জানতো না সাঁতার। পাঁচ কিশোরীকে ধীরে ধীরে ডুবে যেতে দেখে পানিতে ঝাঁপিয়ে পড়েন আসিনা নামে এক গৃহবধূ। এক এক করে পাঁচ কিশোরীকে উদ্ধারও করেন তিনি।
কিন্তু একপর্যায়ে ওই গৃহবধূর দেহ নিস্তেজ হয়ে পড়লে পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে জীবন প্রদীপ নিভে গিয়েছিল আসিনার। হাসপাতালের চিকিৎসক এক ঘোষণা দিয়ে তার মুখের উপর কাপড় টেনে দেন। এতে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়ে হাসপাতালের সেই রুমটি।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি