Home / চাঁদপুর / জীবনদীপের প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা-পুরস্কার বিতরণ

জীবনদীপের প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা-পুরস্কার বিতরণ

আশিক বিন রহিম।। চাঁদপুরের মানব উন্নয়ন ও সেবামূলক সংস্থা জীবনদীপের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জীবনদীপের কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. কাজল বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফয়েজ আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জীবনদ্বীপের প্রতিষ্ঠাতা ও সভাপতি এডভোকেট বিনয়ভূষণ মজুমদার।

বক্তারা বলেন, জীবনদীপ একটি সেবামূলক মানবিক সংগঠন। তারা মানুষ ও মানবতার জন্য কাজ করে। এ সংগঠনটি সমগ্র বাংলাদেশে অযস্র মানুষকে রক্ত দিয়েছে। জীবনদীপের মাধ্যমে অসংখ্য মানুষ মনোত্তর দেহ দান করছেন। আমরা এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তারা যাতে আরো বেশি মানবকল্যান কাজ করে সে প্রত্যাশা রইলো। আমরা জীবনদীপের সাথে ছায়ার মত থাকবো।

সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং পরিচালক মৃদুল কান্তি দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, শব্দ সৈনিক কৃষ্ণা সাহা, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, মরণোত্তর দেহ দানকারী শোভা বিশ্বাস, শিক্ষক সুরজিৎ কর, রক্তদাতা মানিক চন্দ্র ভৌমিক, প্রিয়তোষ পোদ্দার, হাসেম সরকার, আরিফুল ইসলাম, আশিক বিন রহিম, আমিনুল ইসলাম, সানি, সংগঠনের উপদেষ্টা আশিষ মজুমদার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আরিফুল ইসলাম, গীতা পাঠ করেন, সাবেক প্রধান শিক্ষক দুলাল গোস্বামী। আলোচনা সভা শেষে জীবনদীপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষ জীবনদীপের মাধ্যমে দেহদানকারী এবং রক্তদান করা সদস্যদের সম্মাননা‌ ক্রেস্ট প্রদান করা হয়।

১৫ ডিসেম্বর ২০২৫