‘জীবন জয়ের হৃদ্যতা নিয়ে দাঁড়াও পাশে বন্ধু, মানবতার কল্যাণে তোমার জয় অনিবার্য’ এই স্লোগানে পথ চলা জীবনদীপের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় জীবনদীপের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম), এনএসআই চাঁদপুরের পরিচালক আবু আব্দুল্লাহ, চাঁদপুর সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জীবনদ্বীপের প্রতিষ্ঠাতা ও সভাপতি এডভোকেট বিনয়ভূষণ মজুমদার।
সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা উজিদ সাহার সভাপতিত্বে এবং পরিচালক মিঠুন বিশ্বাসের পরিচালনায় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান, মরণোত্তর দেহ দানকারী শোভা বিশ্বাস, রক্তদাতা আমিনুল ইসলাম পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন, জীবনদ্বীপ নিঃস্বার্থহীন ভাবে চাঁদপুরে মানুষকে আলো দিয়ে যাচ্ছে। এই ধরনের সংগঠনের কার্যক্রমের মাধ্যমে মানুষ এবং সমাজের বিবেক জাগ্রত হয়। মানুষ এবং সমাজের জন্য কাজ করার উৎসাহ সৃষ্টি হয়। বর্তমানে একটা অসুস্থ সমাজ গড়ে উঠেছে। যার ফলে ভালো কাজে আমাদের অনেক কষ্ট করতে হয়। তবে যারা কাজ করে তারা কোন কিছুই প্রত্যাশা করে না। স্বীকৃতি সম্মান ক্ষণস্থায়ী। মুখ্য বিষয় হলো ভালো কাজ করে তৃপ্তি পাওয়া। আপনাদের এই কার্যক্রম আরো বেশি এগিয়ে যাক, সে প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন, সামাজিক সংগঠনগুলোকে দলমতের উর্ধ্বে রাখবেন। তাহলে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আমাদের সমাজে এখন যে কোন ভালো কাজের চেয়েও তোষামদিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। একটা সময় একটা গোলাপের অনেক কদর ও মর্যাদা ছিল। এখন গোলাপ তোষামোদ জন্য ব্যবহার করা হয়। এর থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমাদের কাজ যেন হয় সত্যিকার অর্থে মানুষ মানবতা এবং দেশের কল্যাণ।
আলোচনা সবার শেষে জীবনদীপের মাধ্যমে দেহদানকারী ৩জন সদস্যকে ক্রেস্ট এবং আইডি কার্ড প্রদান করা হয়. এর পাশাপাশি বিগত সময়ে জীবনদ্বীপের মাধ্যমে রক্তদান করা সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার, ১৪ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur