Home / চাঁদপুর / জি এম শাহিনের রোগ মুক্তি কামনায় ফটোজার্নালিস্টের উদ্যোগে দোয়া
রোগ

জি এম শাহিনের রোগ মুক্তি কামনায় ফটোজার্নালিস্টের উদ্যোগে দোয়া

ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহিনের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাশোসিয়েশন চাঁদপুর জেলা শাখা।

রোববার বিকেলে বাদ আছর শহরের কোড়ালিয়া রোডস্থ হাজী শরিয়ত উল্লাহ (রহঃ) জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠান পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাশোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।

এ সময় বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাশোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. চৌধুরী ইয়াছিন ইকরাম, কে এম মাসুদ, সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন মিজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুর রহমান গাজী, সদস্য অভিজিত রায়, শাহরিয়ার পলাশ, ইব্রাহিম খান, সাবেক সদস্য রায়হান বাবুসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সবশেষে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও ফটোজার্নালিস্ট অ্যাসোশিয়েশন চাঁদপুর জেলা শাখার সদস্যসহ সকল নিহত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন হাজী শরিয়ত উল্লাহ (রহঃ) জামে মসজিদের খতিব মাও. মোঃ ত্বোহা।

উল্লেখ্য, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহিন বর্তমানে ঢাকা একটি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

স্টাফ রিপোর্টার, ৮ সেপ্টেম্বর ২০২৪