বিশ্ব মা দিবসে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা রোববার (৮ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
প্র্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকতা লুতফা ইয়াছমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্ররাফুজ্জামান,স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সরকারী মহিলা কলেজের সমাজর্কম বিভাগের সহকারী অধ্যাপিকা ফাতেমা বেগম , জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর জেলা শাখার সভাপতি ও পুরানবাজার ডিগ্রী কলেজের অধ্যাপিকা মাসুদা নুর।
মতলব রয়মননেচ্ছা কলেজের উপাদাক্ষ্য আফরুজা খাতুনের পরিচালনায় অনন্যর মধ্যে বক্তব্য রাখেন লেডী দেহলভী উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষিকা ফারহানা আক্তার ,চাঁদপুর আতœনিবেদিতা মহিলা সংস্থার কর্মকতা ডাঃ মোস্তাফিজুর রহমান, সূর্যের হাসি ক্লিনিকের পুরানবাজারের ম্যানেজার বেবী সাহা. ওয়াই ডব্লিউ সি এর কর্মকতা পাপড়ি বর্মন প্রমুখ।
]শরীফুল ইসলাম [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur