জিয়ার স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে চাঁদপুর বিএনপির সমাবেশ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি।

এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ বাহার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদুর রহমান মাঝি।

সভাপতির বক্তব্যে অ্যাড. সলিম উল্যাহ সেলিম বলেন, ‘শেখ হাসিনা চাকরি নিয়েছেন জিয়া পরিবারের নাম মুছে ফেলার। মনে হয় তাদের এটাই কাজ। দেশের জনগণ তার দাত ভাঙ্গা জবাব দিবে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালিন কোন স্থান থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলেনি। তারা এখন বলেন কবরে জিয়াউর রহমানের লাশ নেই, যে আইনমন্ত্রী এসব কথা বলছেন তার এখন মন্ত্রিত্ব নিয়ে টানাটানি চলছে। কারণ শপথ বঙ্গের দায়ে তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলছে।’

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম
Share