Home / চাঁদপুর / জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ইব্রাহীম জুয়েলের মিলাদ ও দোয়া
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ইব্রাহীম জুয়েলের মিলাদ ও দোয়া

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ইব্রাহীম জুয়েলের মিলাদ ও দোয়া

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাতবার্ষিকীতে মঙ্গলবার (৩০ মে) বাদ আসর চাঁদপুর বাইতুল কাদের জামে মসজিদে চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দোয়া পূর্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক কাজী মোহম্মদ ইব্রাহীম জুয়েল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আঃ কাদের ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের যুগ্ম-সম্পাদক মকবুল আহমেদ, জেলা ছাত্রদরের যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান হাসানাত, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রিয় কমিটির সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবদল নেতা আলীফ ইব্রাহীম খুকু, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ফজলুর রহমান ফজুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হান্নান, চাঁদপুর শহর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন শুভ, মাসুম, খোকন, বাধন পাটওয়ারী প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৮১ সালের এ দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে শহীদ হন তিনি।

দিনটির স্মরণে দেশব্যাপি জাতীয়বাদী দল ও তাদের অঙ্গসহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করেছে।

করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ০৬ : ৪২ পিএম, ৩০ মে ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply