চাঁদপুর সদর

জিলাপি বানাতে ব্যস্ত চাঁদপুরের কারিগররা

‎Tuesday, ‎02 ‎June, ‎2015   7:45:40 PM

জিএস ইসলাম, চাঁদপুর:

আজ মঙ্গলবার পবিত্র শবে বরাত পরম রহমত ও ফজিলতের রাত। শবে বরাতকে আরবিতে লাইলাতুল বরাতও বলা হয়। আর লাইলাতুন অর্থ রাত, বরাত অর্থ ভাগ্য। তাই লাইলাতুল বরাত অর্থ ভাগ্য রজনী।
পবিত্র এই রাতে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত, জিকির-আজকার মিলাদ মাহফিল, ক্বিয়াম হয়ে থাকে। আর তার পরই তাবারুক হিসেবে মুসল্লিদের মাঝে মিষ্টান্ন তথা জিলাপি বিতরণ করা হয়।

সেই প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকেই জিলাপি বানাতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। ছবিটি সকালে চাঁদপুর শহরের কালীবাড়ি রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তোলা।

চাঁদপুর টাইমস প্রতিনিধি/ডিএইচ/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Share