চাঁদপুর সদর

শাহতলী জিলানী চিশতী কলেজে ভবনের ছাদ ঢালাই সম্পন্ন

চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিপ্তরের অধীন তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত কলেজ সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজের নির্মাণতব্য চার তলা ভবনের প্রথম তলার ছাদ ঢালাই বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মনিরুল আলম সিদ্দিকী, কলেজ অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, সদর উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. তারেক মিয়া, ফরিদগঞ্জ উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন, কলেজ গভনির্ং বডির বিদে্যুাৎসাহী সদস্য আবুল কালাম আজাদ।

আরো উপস্থিত ছিলেন, গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক গোলাম সারোয়ার কচি, সহকারী অধ্যাপক মো. কামরুল ইসলাম, গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মো. নুরুল বাতেন, প্রভাষক ছোহাইল আহমেদ চিশতী, প্রভাষক মো. হানিফ মিয়া, প্রভাষক মো. জহিরুল ইসলাম মুরাদ, প্রভাষক মো. মানিক মিয়া, গভনির্ং বডির অভিভাবক সদস্য মো. মনিরুজ্জামান, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ন্যাশনাল ট্রেড সিস্টেম এর প্রতিনিধি মো. জাকির হোসেন, শিক্ষক মো. দিদার হোসেন মিজি। এদিকে গতকাল বৃহস্পতিবার মোবাইলে চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান কলেজের নির্মাণতব্য চার তলা বিশিষ্ট ভবনের একতলা ছাদ ঢালাই’র কাজ সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের মান যাতে ভালো হয় সে ব্যাপারে প্রকৌশলী বিভাগকে নির্দেশ দেন।

: আপডেট, বাংলাদেশ সময় ১০:৫০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share