চাঁদপুর সদর

জিলানী চিশতী কলেজ উপবৃত্তি কমিটির সভা

চাঁদপুর সদর উপজেলাধীন শাহতলী জিলানী চিশতী কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য উপবৃত্তি তালিকা নির্বাচিত কলার লক্ষ্যে কমিটির এক সভা রবিবার (৬ জানুয়ারি) দুপুরে দৈনিক চাঁদপুর খবরে কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।

সভায় সভাপতিত্ব করেন কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী । সভায় অংশ নেন কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, প্রদর্শক মোঃ মঞ্জুর হোসেন পাটওয়ারীসহ অপরাপর সদস্যরা ।

সভায় উপবৃত্তির জন্য ছাত্র-ছাত্রীদের আবেদন যাছাই-বাছাই শেষে সরকারি নীতিমালা অনুযায়ী ৩৪ ছাত্র-ছাত্রীর নাম চুড়ান্ত ভাবে নিবার্চিত করা হয় । চুড়ান্ত নিবার্চিত তালিকা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দাখিল করতে কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান সোহেল রুশদী সভায় অধ্যক্ষকে নির্দেশনা দেন ।

প্রসঙ্গত, কলেজ পর্যায়ে মোট ছাত্রীর ৪০% ও ছাত্রের ১০% উপবৃত্তির জন্য নিবার্চিত করার বিধান রেখে নীতিমালা করা হয়েছে ।সভায় আরো সিদ্ধান্ত হয় যে যাদেরকে উপবৃত্তির জন্য বিবেচনা যায়নি তাদেরকে পরবর্তীতে আর্থিক অবস্থা বিবেচনা করত: তাদেরকে বিনা বেতনে অধ্যায়নসহ নানা সুযোগ-সুবিধার আওতায় আনা হবে ।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১:১৩ পিএম, ৭ জানুয়ারি ২০১৮, রোববার
ডিএইচ

Share