শাহতলী জিলানী চিশতী উবিতে অভিভাবকদের সাথে মতবিনিময়

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আসন্ন এসএসসি পরীক্ষাথীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা রোববার (২৪ ডিসেম্বর ) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।

বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারের সভাপতিত্ব অভিভাবক ও উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী ।

তিনি বক্তব্যে বলেন, শিক্ষক-অভিভাবক-ছাত্র-ছাত্রীরা যদি সচেষ্ট হয় তাহলে বিদ্যালয়ের ভালো ফলাফল অর্জন করা সম্ভব । এভাবে অভিভাবকদের আরো সজাগ হতে হবে । পরীক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে বাড়তি ক্লাস নিশ্চিত করতে হবে । তাহলে আশা করি আসন্ন এসএসসি পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী পাশ করতে পারবে । শিক্ষকদের নিয়মিত মনিটরিং রাখতে হবে ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজ এর অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, রেডিশন হোটেলের উধ্বতন কমকতা আবুল কালাম রুশদী উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশাররফ হোসেন তালুকদার, প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদার, সহকারি প্রধান শিক্ষক সাহাদাৎ হোসেন, সহকারি শিক্ষিকা ফাহিমা জাহান, মামুনুর রশিদ, সহকারি শিক্ষক রফিকুল ইসলাম তালুকদার, লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, জিলানী চিশতী কলেজের অভিভাবক সদস্য শাহাজাহান খান, অভিভাবক মোঃ মোস্তফা কামাল, মোঃ আল আমিন, মোঃ জাহাঙ্গীর, রুবি বেগম, সেলিনা বেগম, নুরজাহান বেগম, জাকিয়া বেগম, হোসনেয়ারা বেগম, রেহানা বেগম, শাহিনা বেগম, মরিয়ম বেগম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও শহিদুল ইসলাম।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ৯:৫০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭, রোববার
ডিএইচ

Share