চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতলব কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে ও মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা শ্রমিক দলের সভাপতি বাবুল ফরাজি, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক সাংবাদিক আমির খসরু প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহির, মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাবের সিদ্দিকী,সদস্য সচীব নাসির মিয়াজী, মতলব পৌর ছাত্রদলের সদস্য সচীব মাসুদ পারভেজ পনির।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কোনো কর্মসূচি ঠিক মতো পালন করতে পারিনি। আজ আমরা উন্মক্তভাবে কর্মসূচি পালন করতে পারছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাংলাদেশকে একটি সুন্দর দেশ গড়ে তোলার। তার স্বপ্ন বাস্তবায়নে দেশ নায়ক তারেক রহমান দিন-রাত কাজ করে যাচ্ছেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩০ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur