সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৮ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মিলাদ ও দোয়া এবং গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
২১ জানুয়ারি শনিবার বিকেলে চাঁদপুর শহরের কুমিল্লা সড়কস্থ ফিরোজা হাফেজ শান্তি নিকেতনের সামনে বেশ কিছু গরীব, অসহায়, দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হযরত আলী ঢালী, সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম কাজী জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলায়মান ঢালী, যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, মোঃ মাসুদ মাঝি, শামছুল আলম সূর্য, শামসুল আরেফিন, ইয়াকুব বিন ছায়েদ লিটন, সিনিয়র সদস্য মোতালেব মোস্তান প্রমুখ।
কম্বল বিতরণের পূর্বে বাদ আসর কুমিল্লা সড়কস্থ বাইতুল কাদের জামে মসজিদে সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কাদের।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২১ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur