Thursday, 02 July, 2015 04:17:19 AM
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে সমকামী বিয়ে বৈধতা পাওয়ায় দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর ভীষণ বিরক্ত জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। এ কারণে ওবামাকে ব্যাপক বিদ্রুপ-তাচ্ছিল্য করছেন তিনি। কেবল তাই নয়, মার্কিন মুলুকের এ ‘কাণ্ডজ্ঞানে’ বিরক্ত হয়ে ওবামাকে ব্যঙ্গভরে বিয়ে করার প্রস্তাবও দিয়েছেন তিনি।
আফ্রিকার বর্ষিয়ান ও প্রভাবশালী রাজনীতিক মুগাবে বলেন, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে চাই। কারণ, আমি সম্প্রতি সমকামী বিয়ের বৈধতা দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বিয়ে করতে চাই।
জিম্বাবুয়ের জাতীয় বেতার জেবিসিকে দেওয়া সাপ্তাহিক সাক্ষাৎকারে কথা বলছিলেন মুগাবে। তার এ সাক্ষাৎকারটি বুধবার (১ জুলাই) বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের আদেশে দেশটির ৫০টি রাজ্যেই সমকামী (গে, লেসবিয়ান, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার) বিয়ে বৈধতা পাওয়ায় মুগাবে উপহাস করে বলেন, আমি হোয়াইট হাউসে গিয়ে ওবামাকে বিয়ের প্রস্তাব দেবো।
শয়তানের পূজারীদের খপ্পরে পড়ে যুক্তরাষ্ট্র এ ধরনের প্রকৃতি-বিরোধী পদক্ষেপ নিয়েছে বলেও মন্তব্য করেন সমকাম-বিরোধী মুগাবে।
চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur