Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব পৌরসভার বিভিন্ন সপ্রাবি’র জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা
মতলব পৌরসভার বিভিন্ন সপ্রাবি’র জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা

মতলব পৌরসভার বিভিন্ন সপ্রাবি’র জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেল পৌরসভার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদেরকে মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১১টায় মেধা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম।

তিনি বলেন, জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে মেধা সম্মাননা প্রধানের মাধ্যমে তাদের লেখা-পড়ার উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে। কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের এ মহতী উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এ কোমলমতি শিক্ষার্থীদের সম্মাননা দেখে আগামি প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মাঝে লেখা-পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। এ ধরনের উদ্যোগের পাশে সমাজের বৃত্তবানদেরকে এগিয়ে আসার আহŸান জানান তিনি।

তিনি আরো বলেন, বর্তমান সরকার লেখা-পড়ার প্রতি সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছে। তাই লেখাপড়ার মাধ্যমেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাকসুদুল হক বাবলুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.রহিম খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলী জনি।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সম্পাদক প্রকৌ. ফারুক-বিন-জামান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুল পরিচালানা পর্ষদের সদস্য আবদুল কাইউম খান, এসএম সেলিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম শেফা, দেশের শ্রেষ্ঠ শিক্ষক মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকারি শিক্ষক রোটা. নুরুন নাহার বকুল, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, স্কুলের প্রাত্তন ছাত্র আমেনা সরকার জেসি, জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী ফাবলিহা সামারা।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাফা, গীতা পাঠ করেন মৃদুল দাস।

অনুষ্ঠানের জিপিএ- ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহ, ইভটিজিং বিষয়ে শপথ পাঠ করানো হয়।

এছাড়া স্কুলের ক্ষুদে শিক্ষার্থী আদিবা ও স্নেহা নৃত্য প্রদর্শন করে ।

এসময় উপজেলা রিসোর্স অফিসার আতিকা রশীদ রোজী, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, তানভীর হাসান, স্কুল পরিচালানা পর্ষদের সদস্য ফররুক আহমেদ চৌধুরী মিনার, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সাধারণ সম্পাদক রোটা. মো.মোফাজ্জল হোসেন, মতলব প্্েরসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিমসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ,অভিভাবক ,ছাত্র-ছাত্রী,সুধিজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
: আপডেট, বাংলাদেশ সময় ১ : ০০ এএম, ০৩ জানুয়ারি ২০১৮, বুধবার
এইউ