চাঁদপুরের কচুয়ার দুইটি পরিবারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জাকির হোসেন নামের এক কথিত জিনের বাদশাকে আটক করেছে র্যাব।
এছাড়াও প্রতারণার অর্থে তৈরীকৃত বাড়ি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। র্যাব-১১ এর উপ-পরিচালক (কোম্পানী অধিনায়ক) মেজর মোহাম্মদ সাকিব হোসেন শনিবার এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, কচুয়া উপজেলার এক প্রবাসীর স্ত্রী তার ২ ছেলে ও ২ মেয়েকে পড়াশোনা করানোর জন্য ২০১৩ সালে নারায়ণগঞ্জে বসবাস শুরু করে। স্বামী প্রবাসী হওয়ায় ২০২০ সালের অক্টোবরে করোনাকালে তাৎক্ষণিক বিভিন্ন সহযোগিতা প্রাপ্তির আশায় জাকির হোসেনের সাথে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে (আনোয়ারা মঞ্জিল, ২৫৩, পাইনাআদি, নতুন মহল্লা, আবাসিক এলাকা) সাবলেট বাসায় উঠেন।
এরপর প্রবাসীর স্ত্রী তার নিজের ও মেয়ের শারীরিক সমস্যা সমাধানের জন্য কথিত জিনের বাদশা জাকির হোসেনের স্ত্রীর মাধ্যমে তার শরণাপন্ন হন। তাদেরকে ‘বদজিন’ আছর করেছে। সেই জিন ছাড়ানো ও গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলে জাকির হোসেন বিভিন্ন সময়ে মোট ৩০ লাখ টাকা আত্মসাত করে।
ভুক্তভোগীর বাসায় বেড়াতে আসে তার বোনের মেয়ে ।জাকিরের চোখ পড়ে বোনের মেয়ের দিকে। কারণ এবার বোনের মেয়ে ওপরও ভয়ংকর জ্বীনের আছর দেখতে পেয়েছেন তিনি। জীনে মেরা ফেলাসহ বিভিন্ন প্রতারনার মাধ্যমে তাদের কাছ থেকেও ছয় মাসে হাতিয়ে নেন ৫০ লক্ষ টাকা। পরে পূর্বের সকল টাকা ফেরতসহ কয়েকগুন বৃদ্ধিকৃত টাকা ফেরত পাওয়া ও আলৌকিক সম্পদ প্রাপ্তির প্রলোভন দেখিয়ে আরো ২০ লাখ টাকা হাতিয়ে নেন তাদের কাছ থেকে। সকল সহায় সম্পদ বিক্রি করে দেওয়া টাকা বৃদ্ধিসহ ফেরত না আসায় ভোক্তভোগি বিষয়টি পবিরারের অন্য সদস্যদের জানায়। পরে পরিবারের সদস্যরা প্রতারণার শিকার হয়েছেন বলে তাদের জানায়।
বিষয়টি নিয়ে ২২ জানুয়ারি র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে ঘটনার বিবরণ দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের প্রেক্ষিতে ছায়া তদন্ত শুরু করে র্যাব-১১, সিপিসি-২। পরের্যাব বিশেষ তৎপরতায় তাকে আটক করে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur