‘আপনি জিতে গেছেন হাদি’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে ঘিরে শনিবার সকাল থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নামে। দল-মত বা রাজনৈতিক অবস্থান নির্বিশেষে লাখো মানুষ উপস্থিত ছিলেন, এবং দুপুর ২টা ৩০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের এই স্বতঃস্ফূর্ত সমাগম ইতিমধ্যেই সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

জানাজার মুহূর্তের ছবি ও অনুভূতি শেয়ার করেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা। চিত্রনায়ক সিয়াম আহমেদ একটি ছবি পোস্ট করে লিখেছেন, “এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি—কাঁদিবে ভুবন।” অভিনেতা ইরফান সাজ্জাদ তাঁর পোস্টে লিখেছেন, “আপনি জিতে গেছেন হাদি! সংসদ নির্বাচনে ৫০০ ভোটও যদি পান, সেটাই আলহামদুলিল্লাহ। আর আজ লক্ষ লক্ষ মানুষ আপনাকে নিয়ে সংসদ ভবনের সামনে!” তিনি আরও মন্তব্য করেন, “বছরের পর বছর রাজনীতি করা কতজন বুকে হাত দিয়ে বলতে পারবেন—আপনি মারা গেলে মানুষ জানাজায় আসবে বা আপনাকে মনে রাখবে?” শেষ করে ইরফান প্রার্থনা করেন, “রাজনীতি হোক মানুষের অধিকারের জন্য, দেশের জন্য। আপনি জিতে গেছেন হাদি—দেশকে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।” অভিনেতা ফারহান আহমেদ জোভানও একই সুরে লিখেছেন, “আপনি জিতে গেছেন হাদি… আজ লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য সংসদ ভবনের সামনে! আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আজ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে হাদির মরদেহ জানাজার জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়। দুপুর ২টা ৩০ মিনিটে জানাজা সম্পন্ন হয়। এরপর বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন সমাধিতে কবি কাজী নজরুল ইসলামের কবরের দক্ষিণ পাশে তাকে দাফন করা হয়।

চাঁদপুর টাইমস ডেস্ক/
২০ ডিসেম্বর ২০২৫