ইংল্যান্ড সিরিজ সামনে রেখে বৃহস্পতিবার(২৫ আগস্ট) মিরপুরে অনুষ্ঠিত অনুশীলন ম্যাচে নাসির-মুশফিকদের তিন উইকেটে হারিয়েছে মাশরাফি-রিয়াদদের দল। ইংল্যান্ড সিরিজে প্রাথমিক দলে থাকা খেলোয়াড়েদের নিয়ে এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এরকম আরও দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নিয়ে লাল দল ও সবুজ দল গঠন করা হয়েছে। এদিন লাল দলের অধিনায়কত্ব করেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। আর সবুজ দলের অধিনায়কত্ব করেন অলরাউন্ডার নাসির হোসেন।
এদিন আগে ব্যাটিং করতে নেমে ৪৭.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে সবুজ দল। দলের পক্ষে মুশফিকুর রহিম ৯০ রান করে অপরাজিত থাকেন। আর নাসির হোসেন করেন ৪৭ রান। লাল দলের পক্ষে মাশরাফি বিন মুর্তজা ২টি ও তাসকিন আহমেদ ৪টি করে উইকেট নেন।
পরে ৪৪.৪ ওভারে সাত উইকেট হারিয়ে জয় পায় লাল দল। দলের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ ৬২ ও মোসাদ্দেক ৩৫ রান করেন। সবুজ দলের পক্ষে তাইজুল ইসলাম ৩টি ও শফিউল ইসলাম ৩টি করে উইকেট নেন।
নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ০৮:৪৮ পিএম,২৫ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur