জিটি রোডে মাদক নির্মূল অভিযান উপলক্ষে কমিউনিটি পুলিশের মতবিনিময়

কমিউনিটি পুলিশিং কমিটি চাঁদপুর অঞ্চল-৬-এর অধীনে পৌর ১৫নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে মাসব্যাপি কর্মসূচির ৭ম দিনে মাদক নির্মূল অভিযান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে জিটি রোড মহল্লা কমিটির উদ্যোগে আল-হেরা একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন অঞ্চল-৬-এর প্রধান উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ সেলিম আকবর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার এসআই মোঃ মাহবুবুর রহমান মোল্লা, অঞ্চল-৬-এর উপদেষ্টা ও চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক বেপারী

৩নং জিটি রোড মহল্লা কমিটির সভাপতি মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম পাটওয়ারীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মহল্লা কমিটির উপদেষ্টা আলহাজ্ব মোঃ আমিনুল হক বেপারী, আল-হেরা একাডেমীর সহকারী শিক্ষক মোঃ আবু বকর খান প্রমুখ। উপস্থিত ছিলেন মহল্লা কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান তালুকদার, সদস্য মোঃ শাহ্ আলম সরকার, মোঃ খলিল সিকদার, আলহেরা একাডেমীর শিক্ষক মোঃ ইদ্রিস বেপারী, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ শাহিন, মোঃ শামিম, ফাতেমা আক্তার, মাহমুদা আক্তার, সালমা আক্তার ও মোঃ মমিনুল হক, জিটি রোড মহল্লা মোঃ ইউনুছ খান, গোলাম মোস্তফা সাগর মোল্লা, মোঃ বিল্লাল বেপারী, মোঃ রিপন, মোঃ মাসুদ বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন একাডেমীর ছাত্র সোহেল আহমদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে পৌর ১৫নং ওয়ার্ডবাসী সোচ্চার হয়েছে। আমরা আর মাদকাসক্ত সমাজ দেখতে চাইনা। মাদক নির্মূল অভিযান সফল করতে সবাই মিলে কাজ করবো।

আমাদের প্রত্যেকেরই নিজের স্বার্থেই মাদকমুক্ত পরিবেশ তৈরিতে কাজ করতে হবে। আজ মাদক একটি অভিশাপ। এ অভিশাপ থেকে বাঁচতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা এ এলাকায় বিভিন্ন দায়িত্বে রয়েছেন তাদের সবাইকে যার যার অবস্থান থেকে মাদক নির্মূলে আন্তরিক হবার আহ্বান জানান তিনি।

 

|| আপডেট: ১০:০৮ অপরাহ্ন, ০৭ মার্চ ২০১৬, সোমবার

এমআরআর

Share