আবারো ঈদ, আবারো ব্রেক ফ্রি ঈদ ফেস্ট স্বপ্নের আয়োজন ‘বিরতিহীন বিনোদন’ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে বেসরকারি টিভি চ্যানেল জিটিভি। আর এবারের ঈদে জিটিভি যেসব নাটক প্রচার করবে, সেই নাটকগুলোকে চ্যানেলটি ৩টি ক্যাটাগরিতে ভাগ করেছে।
এগুলো হলো- রোমান্টিক ড্রামা ফেস্ট, আঞ্চলিক ড্রামা ফেস্ট এবং কমেডি ড্রামা ফেস্ট। আর কমেডি ড্রামা ফেস্টকে জিটিভি সাজিয়েছে ব্যতিক্রমভাবে।
ঈদের ৭ দিন ৭টি কমেডি নাটক প্রচার করবে জিটিভি। আর সবগুলো নাটকই বাংলা নাটকের কমেডি কিং মোশাররফ করিমের। নাটকে মোশাররফ করিমের সাথে থাকবেন বিভিন্ন সহশিল্পী। আর নাটকগুলো প্রচার হবে রাত ১০টা ৩০ মিনিটে।
এই ধারাবাহিকতায় ঈদের দিন প্রচার হবে ইমোশনাল কমেডি নাটক ‘চোরের একদিন’। নাটকে মোশারফ করিমের সাথে অভিনয় করেছেন ফারহানা মিলি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শামস করিম।
ঈদের ২য়দিন প্রচার হবে মাহমুদুল হাসান টিপুর রচনা ও পরিচালনায় রোমান্টিক কমেডি নাটক ‘প্রেমের নাম বেদনা’। এতে মোশারফ করিমের সাথে অভিনয় করেছেন অপর্ণা, ফারুক আহমেদ প্রমুখ।
ঈদের ৩য় দিন প্রচার হবে মাবরুর রশীদ বান্নার থ্রিলার কমেডি নাটক ‘মায়াবতী’। এতে মোশারফ করিমের সাথে অভিনয় করেছেন ইরেশ জাকের।
৪র্থ দিন প্রচার হবে ইমেল হকের রচনা ও পরিচালনায় ভৌতিক কমেডি নাটক ‘কারেন্ট গেলে ভয় পাবেন না’। এতে তার সাথে অভিনয় করেছেন নিশা, সাজু খাদেম প্রমুখ।
৫ম দিন প্রচার হবে ইমোশনাল কমেডি নাটক ‘পাপ’। এতে আরও অভিনয় করেছেন সানজিদা প্রীতি, তারিক আনাম খান প্রমুখ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ভাস্কর ও আবেদিন।
৬ষ্ঠ দিন প্রচার হবে মুরসালিন শুভ’র রচনা ও পরিচালনায় টেকনো কমেডি নাটক ‘একটা লাইক দেবেন প্লিজ’। এতে আরও অভিনয় করেছেন শামীম জামান, সামিয়া প্রমুখ।
এবং ৭মদিন প্রচার হবে মারুফ মিঠু’র রচনা ও পরিচালনায় অফিস কমেডি নাটক ‘জ্বি স্যার ঠিক বলছেন’। এতে আরও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু প্রমুখ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur