সাস্টেনিবিলিটি কম্প্যাক্ট এবং জেনারেলাইজড সিস্টেম বা অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার ব্যপারে আবারও জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এদোয়ার্দো দঁ লেগলেতিয়ার সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘টিকফা (বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি) বৈঠকে জিএসপি কর্মপরিকল্পনার বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রশংসা করেছে।এবার তারা এটা হয়নি, ওটা হয়নি বলেনি।’
তিনি বলেন, ‘জিএসপি সুবিধা না পেলে টিকফা হবে অর্থহীন।আশা করি এবার অবশ্যই জিএসপি স্থগিতাদেশ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সরকার।’
তিনি বলেন,‘আমরা এবার আশা করছি স্থগিতাদেশ প্রত্যাহার হবে। যদিও তারা (যুক্তরাষ্ট্র) প্রকাশ্যে কিছু বলেনি।টিকফা বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা নিয়ে কথা হয়েছে।’
প্রসঙ্গত,গত কয়েকদিন ধরেই টিকফা ইস্যুতে কথা গিয়ে বারবারই তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে টিকফা বৈঠকের পরে জিএসপি ফিরে পাওয়া যাবে।
গত ২৩ ও ২৪ নভেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত টিকফার দ্বিতীয় বৈঠকে সত্যিই পাওয়া গেছে ইতিবাচক ইঙ্গিত।
টিকফা বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়,জিএসপি ইস্যুতে বাংলাদেশকে দেওয়া ১৬ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে। এই সম্ভাবনা কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা এগিয়ে আসবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা ধসের পর ওই বছরের জুন মাসে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত করে যুক্তরাষ্ট্র।
নিউজ ডেস্ক || আপডেট: ০৯:৩৩ পিএম, ২৫ নভেম্বর ২০১৫, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur