চাঁদপুর সদর

রাজরাজেশ্বরে ক্ষতিগ্রস্থদের মাঝে জিআর নগদ অর্থ ও চাল বিতরণ

চাঁদপুর সদর উপজেলা রাজরাজেশ্বর ইউনিয়নে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ও অসহায়দের মাঝে শনিবার (৩১ আগস্ট) দুপুরে ইউনিয়নের লগ্মিমারা চরসহ বেশ কিছু এলাকায় সরকারের জিআর নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

এতে অসহায় ও দুস্থদের ২শ’ পরিবারের মাঝে এই প্রকল্পের নগদ ৫শ’ টাকা ও ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজরাজেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি হযরত আলী বেপারী, উপজেলা সহকারী কৃষি কর্মকতা (ট্যাগ অফিসার) মো. শাহ আলম, ইউপি সচিব মিজানুর রহমান, ইউপি মেম্বার সফিক কুড়ালি, মেম্বার জাহাঙ্গীরসহ ইউনিয়নের অন্যান্য মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিগণ।

ইউনিয়নের চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী জনানা, সম্প্রতিক সময়ে প্রবল বর্ষণ ও মেঘনার ¯্রােতে এই ইউনিয়নের বহু বাড়ি-ঘর নদীতে বিলিন হয়ে গেছে। ভিটেমাটি হীন অসহায় মানুষগুলো বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। এই মুহূর্তে সরকারের এই সহায়তা অসহায় মানুষগুলোরর মুখে সামান্য হলেও হাসি ফোটাবে।

প্রতিবেদক-আশিক বনি রহিম
: আপডেট, বাংলাদেশ ১১ : ১৫ পিএম, ৩১ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার
এইউ

Share