Home / ইসলাম / জায়নামায ধরে নামাযের সামনে দিয়ে যাওয়া যাবে কি?
জায়নামায ধরে নামাযের সামনে দিয়ে যাওয়া যাবে কি?
ফাইল ছবি চাঁদপুর টাইমস

জায়নামায ধরে নামাযের সামনে দিয়ে যাওয়া যাবে কি?

মসিজদে জামায়াত শেষ হওয়ার পরও দেখা যায় কিছু মানুষ তাদের বাকি নামাজ আদায় করছেন আর অপরদিকে অনেকে তাদের সামনে নিজেদের জায়নামাজ ধরে অতিক্রম করে যাচ্ছেন- এমন আমল একেবারেই শুদ্ধ নয়।

মসিজদে জামায়াত শেষ হওয়ার পরও দেখা যায় কিছু মানুষ তাদের বাকি নামাজ আদায় করছেন আর অপরদিকে অনেকে তাদের সামনে নিজেদের জায়নামাজ ধরে অতিক্রম করে যাচ্ছেন- এমন আমল একেবারেই শুদ্ধ নয়।

হাতে থাকা জায়নামায বা রুমালকে সুতরা হিসেবে ব্যবহার করলে তা শুদ্ধ হবে না। যারা মুসল্লির সামনে দিয়ে যান আর হাতের রুমাল বা জায়নামাযকে সুতরা হিসেবে সামনে ধরে থাকেন আর চলতে থাকেন, তাদের জানা উচিত এ ধরনের চলমান সুতরার মাধ্যমে সুতরা আদায় হবে না।

বরং সুতরার জন্যে স্থির কোনো কাঠি বা লাঠি মুসল্লির সামনে রাখতে হবে। সুতরাং এ ধরনের আমলের জন্যে সতর্ক থাকতে হবে।
সংকলন ও গ্রন্থনা : মাওলানা মনযূরুল হক
সৌজন্যে : মাসিক আল কাউসার
নিউজ ডেস্ক ।। আপডেট : ০৬:০০ এএম, ১২ ডিসেম্বর ২০১৫, শনিবার
ডিএইচ