সরকারি ঘর বরাদ্দ পেলেও জায়গা সংক্রান্ত্র জটিলতার কারণে ঘর পেল না কচুয়া উপজেলার দক্ষিন সেঙ্গুয়া গ্রামের মৃত. নুরুল ইসলামের স্ত্রী সাজেদা বেগম।
৩ জুন বৃহস্পতিবার সাজেদা বেগমের নামে বরাদ্দ পাওয়া সরকারি ঘরের বরাদ্দ পাওয়া টিন ও অন্যান্য মালামাল ফেরত নিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কাজের ঠিকাদার গোলামা খাজা মেম্বার।
জানা গেছে, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধীনে কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় চলমান ঘর নির্মান কাজ চলছে। গত বছরের শুরুতে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিন সেঙ্গুয়া গ্রামের স্বামী পরিত্যক্তা সহায় সম্বলহীন সাজেদা বেগম একটি সরকারি ঘর বরাদ্দ পান। সেই অনুযায়ী জায়গা ও অন্যান্য বিষয়াদি ঠিক থাকায় সম্প্রতি তার বাড়িতে টিন ও অন্যান্য মালামাল সামগ্রী যায়।
কিন্তু এরই মাঝে ওই সম্পত্তি ওই গ্রামের মৃত. আলী মিয়ার ছেলে আব্দুল করিম সিকদারের বলে দাবি করে নিরীহ সাজেদা বেগমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের করেন। আব্দুল করিম সিকদার (কলিম উদ্দিন) এর লিখিত অভিযোগের কারণে এবং বিয়টি স্থানীয় ভাবে মীমাংসিত না হওয়ায় সাজেদা বেগমের নামে বরাদ্দকৃত সরকারি ঘরটি অন্যত্র চলে যায়।
সাজেদা বেগম জানান, আমার স্বামী ২০২০ সালে মারা যান। বিগত ৪০ বছর ধরে স্বামী ও সন্তান নিয়ে উল্লেখিত স্থানে রয়েছি। আমি ওয়ারিশের কাছ থেকে ৩ শতাংশ ভূমি ক্রয় করি।
তার ২ ছেলে সোহেল ও রুবেল বলেন, করিম সিকদার কারণে অকারনে আমাদের বিরুদ্ধে হামলা-মামলা দিয়ে হয়রানি করছে। পাশাপাশি বৃহস্পতিবার আমরা বাড়িতে ছিলাম না । করিম সিকদার আমার মাকে একা পেয়ে বেধম মারধর করে। তারা জমি ও ঘর ফেরত পেতে এবং হামলার ন্যায় বিচার পেতে প্রশাসনসহ এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৪ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur