শাহরাস্তিতে জাহাঙ্গীর মোহছেনা স্কুল এন্ড কলেজের উদ্যেগে বনভোজন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী শুক্রবার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল জাহাঙ্গীর মোহছেনা স্কুল এন্ড কলেজ চত্বরে উৎসবমুখর পরিবেশে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীর মোহছেনা স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা ও চিতোষী ডিগ্রী কলেজ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক আহসান হাবিবের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডে.এম আনোয়ার হোসেন, চিতোষী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আঃ আজিজ মানিক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, স্বাগত বক্তব্য রাখেন, জাহাঙ্গীর মোহছেনা স্কুল এন্ড কলেজ অধক্ষ্য মাহবুবা তালুকদার।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মঈনুল ইসলাম কাজল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, শাহরাস্তি প্রেসক্লাব সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, উপজেলা কৃষি অফিস সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস প্রমুখ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা বক্তব্যে দিতে গিয়ে বলেন, হাজিগঞ্জ-শাহরাস্তি জাতীয় সংসদ নির্বাচনী এলাকার মাননীয় সংবাদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয় আমাদের অভিভাবক হয়ে এলাকার জনগণের ভাগ্যেন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলার রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, স্কুল কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন উন্নয়ন কাজ আমাদের সংসদ সদস্য করে আসছেন। উভয় উপজেলার সকল উন্নয়ন কাজের পাশে দাঁড়ালে মনে হয় সংসদ সদস্য আমাদের ছায়া হয়ে পাশে আছেন। প্রত্যেকটি উন্নয়নে সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের প্রতি ছবি দেখা যাচ্ছে। আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন।
প্রতিবেদক: জামাল হোসেন, ২৪ ফেব্রুয়ারি ২০২৩