জাসদ ও আওয়ামী লীগের সাম্প্রতিক বিতর্কে খালেদা জিয়ার খুশি হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল তথা জাসদের একাংশের নেতা ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অন্যদিকে জঙ্গি দমনে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিতে জাসদ ও আওয়ামী লীগ বরাবরের মতোই ঐক্যবদ্ধ বলেও উল্লেখ করেছেন তিনি।
শনিবার (১৮ জুন) জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কার্যকরী কমিটির সম্মেলনের প্রথম সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, ‘জাসদ ও আওয়ামী লীগের বিতর্কে খালেদা জিয়ার নাক গলিয়েও লাভ নেই। খালেদা জিয়া জাসদের বিরুদ্ধে বিষোদ্গার করার যতই চেষ্টা করুক না কেন, তার ও বিএনপি-জামায়াতের অপকর্ম-অপরাধ কোনোভাবেই আড়াল হবে না। গুপ্তহত্যা, উগ্রবাদ, জঙ্গিবাদ মোকাবিলার প্রশ্নে জাসদ, আওয়ামী লীগসহ ১৪ দল ঐক্যবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘জঙ্গিমুক্ত, রাজাকার-যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়তে জাসদসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিগুলোর বলিষ্ঠ ঐক্য বহাল থাকবে। খালেদা জিয়ার হত্যা, খুন, দুর্নীতি সব অপকর্মের প্রসঙ্গে জাসদ-আওয়ামী লীগসহ ১৪ দল একচুলও ছাড় দেবে না, সব অপরাধের বিচার হবে।’
সভায় আরও বক্তব্য দেন- জাসদের সাধারণ সম্পাদক সাংসদ শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, সহ-সভাপতি ইকবাল হোসেন খান, আবদুল হাই তালুকদার, হাবিবুর রহমান শওকত, শাহ জিকরুল আহমেদ, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান আহমেদ, আনোয়ারুল ইসলাম ও নাদের চৌধুরী প্রমুখ।
নিউজ ডেস্ক ।। আপডেট ৬:২৫ পিএম,১৮ জুন ২০১৬,শনিবার
এইউ