জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সমাবেশ ১১ মার্চ ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এতে ওই দিন বেলা ৩ টায় জাসদের সভাপতি ও বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সভাপতিত্ব করবেন।
শান্তি ও উন্নয়নের জন্য,দুর্নীতি ও বৈষম্যের অবসান,সুশাসন ও সমাজতন্ত্রের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাসদের এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৭ টায় চাঁদপুর বাস টার্মিনাল থেকে দু’টো বাস যথাসময়েই ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ছেড়ে যাবে। বাস দু’টো ঢাকার মৎস্য ভবনের পাশেই অবস্থান নেবে। সেখান থেকে মিছিল সহকারে সভাস্থলে যাওয়া হবে। ইতোমধ্যেই চাঁদপুর জেলা শহরসহ সব উপজেলায় ব্যাপক গণসংযোগ, পোস্টার সাঁটানো ও রি-প্লেট বিতরণ করা হয়েছে।
জেলা জাসদ, যুব জোট, শ্রমিক জোট ও ছাত্রলীগসহ সব উপজেলার নেতা ও কর্মীদেরকে সমাবেশে যোগদানের জন্য আহবান জানিয়েছেন জেলা জাসদের সভাপতি অধ্যাপক হাসান আলী সিকদার ও সাধারণ সম্পাদক মো.মনির হোসেন মজুমদার ।
প্রেস বিজ্ঞপ্তি
।। আপডটে,বাংলাদশে সময় ০৫ : ৪০ পিএম, ০৯ মার্চ ২০১৭ বৃহস্পতিবার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur