চাঁদপুরর নৌ-পুলিশ সুপার কামরুজ্জামান নেতৃত্বে হাইমচরের নীলকমল ব্যাপক অভিযান চালিয়ে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও চরঘেরা জাল জব্দ করেছে। ১৯ সেপ্টেম্বর রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অসাধু জেলেরা জাটকা ইলিশ মাছ ধরার জন্য অবৈধ কারেন্ট জাল নদীতে পেতে রাখে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলেও অবশেষে সেই জালগুলো নদী থেকে নৌ পুলিশ সুপার কামরুজ্জামান এর নির্দেশে জব্দ করে।
নীলকমল নৌ পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই (নিঃ)স্বপন কুমার দাস,এএসআই (নিঃ)মোঃ আল-আমিন ও সঙ্গীয় ফোর্সসহ হাইমচর থানাধীন আমতলি,কাটাখাল ও মধ্য চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত ও ভাসমান অবস্থায় নিষিদ্ধ কারেন্ট জাল চার লাখ পঞ্চাশ হাজার মিটার ও দুই লাখ পঞ্চাশ হাজার মিটার চরঘেরা জাল উদ্ধার করে।
জব্দকৃত জালগুলো চাঁদপুর নৌ পুলিশ সুপারের নির্দেশে পুড়িয়ে ধ্বংস করে।
এ বিষয়ে নীলকমল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক স্বপন কুমার বলেন, ‘আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসপি স্যারের নির্দেশে অভিযান পরিচালিত হয়। এ সময় হাইমচর থানাধীন আমতলি,কাটাখাল ও মধ্য চর এলাকায় মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত ও ভাসমান অবস্থায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পরবর্তীতে রাতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌ-পুলিশের এই অভিযান সর্বদা অব্যাহত থাকবে।’
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৯ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur