দেশের মৎস্য সম্পদকে রক্ষা করার প্রয়াসে নৌ পুলিশ বাংলাদেশ বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় চাঁদপুর সদর নৌ থানা গত সোমবার চাঁদপুর সদর থানাধীন পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপারসহ চাঁদপুর, মোহনপুর এবং নরসিংহপুর নৌ পুলিশ ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫০ লাখ ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ২ টি নৌকা জব্দ করা হয়। এসময় অবৈধ জাল দিয়ে মাছ শিকারের দায়ে ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়।
উদ্ধার জালের সর্বমোট মূল্য আনুমানিক ১৫ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা। জব্দ হ্ওয়া জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং নৌকা দুটি ফাঁড়ি হেফাজতে রাখা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন।
অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল নির্মূলে নৌ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। ক্রমাগত এসব অভিযানের ফলে কারেন্ট জালের উৎপাদন ও ব্যবহার অনেকাংশে কমে এসেছে। নদীমাতৃক এই দেশের মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষনে নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুর করেসপন্ডেট