জাল স্ট্যাম্প তৈরির ছাপাখানার সন্ধান

চাঁদপুর টাইমস করেসপন্ডেন্ট :

রাজধানীর মিরপুরের দারুস সালামে জাল স্ট্যাম্প তৈরির একটি ছাপাখানার সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কারখানাটিতে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প জব্দ করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া সিআইডির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ চাঁদপুর টাইমসকে বলেন, ‘দারুস সালাম থানার ২৬৪ নম্বর লালকুটি ভবনের নিচ তলায় জাল স্ট্যাম্প ছাপাখানাটি আবিষ্কার করা হয়।’

তিনি বলেন, ‘সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে কারখানাটি থেকে আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প জব্দ করা হয়েছে। কারখানাটিতে আনুমানিক আরও ১০ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেগুলো জব্দ করতে এখনো অভিযান চলছে।’

এসআই আব্দুল লতিফ আরও বলেন, ‘কিছুদিন আগে সিআইডির একটি দল জাল স্ট্যাম্পের একটি চক্র আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী কারখানাটি আবিষ্কার করা হয়।’

আপডেট :   বাংলাদেশ সময় : ১২ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শুক্রবার ২৬ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০৪:১০ অপরাহ্ন

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share