Home / চাঁদপুর / চাঁদপুরে জাল লাইসেন্স ও অটো বাইকসহ আটক ২
চাঁদপুরে জাল লাইসেন্স ও অটো বাইকসহ আটক ২

চাঁদপুরে জাল লাইসেন্স ও অটো বাইকসহ আটক ২

চাঁদপুর পৌরসভার অটো বাইকের জাল লাইসেন্সসহ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পালবাজার মোড়ে জাল লাইসেন্সকৃত অটো বাইকগুসহ দু’জনকে আটক করেছে ট্রাফিক পুলিশ ও পৌরসভা।

আটককৃতরা হলো শহরের পুরানবাজার মোম ফেক্টরীর খলিল তফাদারের ছেলে শামিম তফাদার (২৫) ও খুলিশাডুলি এলাকার মৃত হালিম খানের ছেলে মমিন খান (২৮)।

পরে আটক গাড়ীসহ চক্রের দু’সদস্যকে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

এ ঘটনায় চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোশারফ হোসেন বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৭।

গাড়ীতে ব্যবহ্নত ভুয়া নাম্বারগুলো হলো-(১৬১৭০১৪২৯ ও ১৬১৭০০৫৬২)।

মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ত্রিনাথ সাহা জানায়, চাঁদপুর পৌরসভা ও ট্রাফিক পুলিশ যৌথভাবে অটোবাইক ও জাল লাইসেন্সসহ দু’জনকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্লাহ ওলি জানায়, পৌরসভার জাল লাইসেন্স তৈরি করে শহরে একটি চক্র গাড়ি চালাচ্ছে। এ চক্রের সদস্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, এ প্রতারক চক্রের বিরুদ্ধে চাঁদপুর পৌরসভার নজরদারি রয়েছে। চক্রের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

প্রতিবেদক-মাজহারুল ইসলাম অনিক
।। আপডটে, বাংলাদশে সময় ০৭ : ০৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
এইউ

Leave a Reply