উপজেলা সংবাদ

জাল টাকাসহ আটক দু’জনকে জেল হাজতে প্রেরণ

‎Saturday, ‎April ‎11, ‎2015  07:55:48 PM

আশিক বিন রহিম :

চাঁদপুর শহরের চেয়াম্যাঘাট এলাকার এশিয়ান আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ ব্যবসায়িকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেয়।

শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা জাল টাকাসহ আটক গিয়াস উদ্দিন রাজু ও খসরু তালুকদারকেক আদালতে প্রেরণ করে। তবে এদের মূল হোতা চাঁদপুরের আবদুর রশিদ এখনো পালাতক রছেছে।

গত ১০ এপ্রিল শুক্রবার সন্ধায় চাঁদপুর মডেল থানার এসআই ফিরোজ আলম ও এএসআই নোমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে এশিয়ান আবাসিক হোটেলের ৪র্থ তলার ১৬নং কক্ষে অভিযান চালায়। এসময় সন্দেহজনকভাবে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার মহিউদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন রাজু (৩৫) ও গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়া থানার বাশবাড়িয়া গ্রামের রতন আলীর ছেলে খসরু তালুকদর (৩৮) কে ৩টি এক হাজার টাকার জাল নোটসহ আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করে। তাদের দেয়া তথ্যমতে এশিয়ান হোটেলের ভাড়াকৃত ১৬নং কক্ষে তল্লাশি করে একটি সোফার ফোমের ভেতর থেকে ১লাখ ৪৩ হাজার টাকার জাল নোট জব্দ করে। পরে এসআই ফিরোজ আলম বাদী হয়ে ৩ জনকে আসামি থানায় মামলা দায়ের করে।

চাঁদপুর টাইমস : এমআরআর/এবিআর/২০১৫

Share