হাজীগঞ্জে প্রায় ১১ কোটি টাকার কারেন্ট ও রিং জাল জব্দ ও জরিমানা আদায় করে প্রশাসন।
১২ আগস্ট বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টিতে চার দোকান থেকে ১১ কোটি টাকার কারেন্ট জাল ও রিং ছাঁই জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান।
অভিযান শেষ জানানো হয়, ৩৩ লাখ কারেন্ট জাল ও ৪৭০ পিচ রিং ছাঁই চায়না জাল জব্দ করা হয়েছে। ওই সময় দুই দোকানীকে দশ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান এর নেতৃত্বে এই অভিযানের ছিলেন জেলা কোস্টগার্ডের ইনচার্জ শামস্ ও তার সঙ্গীয় ফোর্স।
অভিযানের খবর পেয়ে ছুটে আসেন হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আশফাকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে কাপড়িয়া পট্টির চার দোকান থেকে ৩৩ লাখ মিটার কারেন্ট জাল ও ৪৭০ পিস চায়না রিং ছাঁই জব্দ করা হয়। সরকারি হিসাব অনুযায়ী যার আনুমানিক মূল্য ১১ কোটি টাকা।
এছাড়া দুই দোকানদারকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১৩ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur