চাঁদপুর পৌরসভার বিপনিবাগ এলাকা থেকে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ৩টা পর্যন্ত এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এরমধ্যে রয়েছে প্রধান সড়কের পাশে ও পৌরসভার জায়গায় গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট।
পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ শ্রাবণ।
তিনি জানান, শুধু বিপনিবাগ এলাকাই নয়, পুরো পৌরসভার বিভিন্ন সড়কের পাশ ও বেদখল হওয়া সম্পত্তি রয়েছে- সবগুলো জায়গা থেকেই দখলদার মুক্ত করা হবে। চাঁদপুর পৌরসভার সড়কগুলোতে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন একটি নান্দনিক শহর গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পৌরসভা প্রশাসক জাকারিয়া মহীউদ্দীন জানান, জন ভোগান্তির সৃষ্টি হয়েছে- এমন সবকিছু দূর করতে পৌরসভার বাসিন্দাদের পাশে থাকার জন্য বদ্ধপরিকর সরকার। তারই অংশ হিসেবে সড়ক, জলাশয়, খাল রক্ষা করতে নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এদিকে, উচ্ছেদের শিকার অনেক ব্যবসায়ীর এখন পথে বসার উপক্রম হয়েছে। তাদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বিগত দিনে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এবং পৌরসভার কতিপয় কর্মচারীদের কাছ থেকে টাকার বিনিময়ে পৌরসভার নিজস্ব জায়গায় স্থাপনা নির্মাণ করেছেন।
নিজস্ব প্রতিবেদক, ১৩ নভেম্বর ২০২৪