চাঁদপুর সদর উপজেলার বাগাদী দরবারের জা’মিয়া মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ক্রিয়া ও পুরস্কার বিতরণ সোমবার (২০ মার্চ) মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে কেরাত, হাম, নাত, ইসলামী সঙ্গীতসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় অতিথি হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন, মাদ্রাসর পরিচালনা পরিষদের সদস্য পীরজাদা মো. বরতক উল্যাহ খান, পীরজাদর মো. সালামত উল্যাহ খাঁন শাহীন, পীরজাদা মাও. মুু. মাহফুজ উল্যাহ খাঁন, মো. ফারুক উল্যাহ খাঁন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার মুহতামিম আলহাজ মাও. মো. শাহজাহান সিরাজী, মো. রহমত উল্যাহ খাঁন, মো. ফয়সাল, মো, নকির খাঁন প্রমুখ।
প্রসঙ্গত , পীরজাদা আলহাজ্ব মো. সাাইফুল্লাহ খাঁন নোমান, বাগাদী দরবারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে জা’মিয়া মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রসাটি গত বছরে উদ্বোধন করার পর থেকেই এ পর্যন্ত খুব সুনামের সহিত পড়া-লেখা চলতেছে। তাই ছাত্রদের লেখা-পড়ার পাশাপাশি মনোবিকাশ ঘটানের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ০২ এএম, ২১ মার্চ ২০১৭, মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur