অস্ত্র মামলার আসামী চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। তাই উচ্চ আদালত থেকে জামিন পেলেও আপাতত মুক্তি পাচ্ছে না রণি। রোববার (১৯ জুন) চট্টগ্রামের চতুর্থ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সারের আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়েছে।
আদালত অভিযোগপত্র সিন করে পরবর্তী কার্যক্রম শুরুর জন্য সেটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন।
অভিযোগপত্রে শুধুমাত্র নূরুল আজিম রণিকে আসামি করা হয়েছে এবং ২২ জনকে সাক্ষী করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম আদালতের পুলিশ পরিদর্শক মো.মশিউর রহমান।
তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেলে অভিযোগপত্রটি জেলা আদালতের সাধারণ নিবন্ধন শাখায় জমা দেন অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এস আই) দেলোয়ার হোসেন। রোববার সেটি আদালতে উপস্থাপন করা হয়েছে।
গত ৭ মে বেলা সোয়া ১২টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে রণিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর প্রভাব বিস্তারের অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেন নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ। এছাড়া অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।
গত ২৫ মে দুই বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল মামলায় রণিকে জামিন দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। তবে অস্ত্র মামলায় জামিন নামঞ্জুর করেন।
এরপর রণির পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন জানানো হলে গত ১৩ জুন ছয় মাসের জন্য জামিন দেন আদালত।
তবে জামিন আদেশ এখনও চট্টগ্রাম কারাগারে এসে পৌঁছেনি।
নূরুল আজিম রণির আইনজীবী অ্যাডভোকেট রণি কুমার দে বলেন, যেহেতু জামিন আদেশ আসার আগেই আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে সেক্ষেত্রে রণির মুক্ত হবার সুযোগ নেই। এক্ষেত্রে আবারও জামিনের আবেদন করতে হবে।
গত ৭ মে আটকের সময় রণির কাছে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২৬ হাজার টাকা পাওয়া যায় বলে গণমাধ্যমে তথ্য দিয়েছিল বিজিবি। এসময় রণিসহ নয়জনকে আটক করা হলেও অস্ত্র মামলায় শুধুমাত্র রণিকেই আসামি করে পুলিশ।
নূরুল আজিম রণি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে রাজনীতিতে পরিচিত। (বাংলানিউজ)
: আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ এএম, ২০ জুন ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur