ফেনীর মহিপালে ছয় লেন বিশিষ্ট ওভারপাসের নির্মাণকাজ পরিদর্শনে বৃহস্পতিবার(২৮ জুলাই) সাংবাদিকদের সাথে ওবায়দুল কাদের বলেন,‘বিএনপি যদি জামায়াত থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা দেয় বা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিচ্ছিন্ন হয়, সেটা আমার কাছে মনে হয় লোক দেখানো সাময়িক কৌশল।’
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি ও জামায়াত আসলে একই মেরুর বাসিন্দা। তাদের অবস্থান একসূত্রে গাঁথা। এ ছাড়া আর কিছু না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘২০১৯ সালে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর তিন মাস আগে নির্বাচনের প্রস্তুতি শুরু হবে।’
সড়ক বিভাগের জায়গা অবৈধ দখলমুক্ত করতে তিনদিন মাইক দিয়ে প্রচার ও ১ আগস্ট থেকে উচ্ছেদের নির্দেশ দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রেজাউল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং নির্মাণকাজের সঙ্গে যুক্ত সেনাবাহিনীর কর্মকর্তারা।
নিউজ ডেস্ক ।। আপডেট ০৭:২১ পিএম,২৮ লাই ২০১৬,বৃহস্পতিবা
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur