রাজনীতি

জামায়াত প্রসঙ্গে এমাজউদ্দীনের বক্তব্য তাঁর ‘ব্যক্তিগত’

২০ দলীয় জোটে জামায়াতে ইসলামীকে রাখা না রাখা প্রসঙ্গে বিএনপি সমর্থিত বুদ্ধিজীবী এমাজউদ্দীন আহমদ যে বক্তব্য দিয়েছেন, তা তাঁর ‘ব্যক্তিগত’ মতামত বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (০৩ আগস্ট)  দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এমাজউদ্দীন আহমদ গতকাল (০২ আগস্ট) তাঁর বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ার পর একটি প্রতিবাদ দিয়েছেন। সেখানে স্বব্যাখ্যা আছে।

মঙ্গলবার এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ জামায়াতে ইসলামীর উদ্দেশে বলেন, ‘জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে অসুবিধা একটি রাজনৈতিক দল। সরকার চাইলে যেকোনো মুহূর্তে ওই দলটিকে নিষিদ্ধ করতে পারে। দেশের বিরোধী দলের নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিদ্ধান্ত নিয়েছেন ২০ দলের মধ্যে এ দলটিকে আর রাখার কোনো প্রয়োজন নেই। দলটি এখন বোঝায় পরিণত হয়েছে। এটি এখন আর সম্পদ না।’

এর আগে জাতীয় ঐক্য প্রশ্নে জামায়াত নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীও বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটি সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত মতামত।

আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জাতীয় দায়িত্ব থেকে খালেদা জিয়া জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। এটি ফলপ্রসূ হলে গণমাধ্যমকে জানানো হবে। (উৎস-প্রথম আলো)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৩:৩০ পিএম, ৩ আগস্ট ২০১৬, বুধবার
ডিএইচ

Share