চাঁদপুর মতলব উপজেলার পৌর জামাতের সেক্রেটারী মো. জসিম উদ্দিন প্রধান (৪০)কে বুধবার (১২ এপ্রিল) সকালে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তার নিজ গ্রাম ঢাকিরগাঁও এলাকা থেকে আটক করে। সে ঢাকিরগাঁও গ্রামের মৃত তাজমল প্রধানীয়া ওরফে চাঁন মিয়ার ছেলে।
সে নিয়মিত একটি মামলার আসামী। পরে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিন জানান, গত ৩০ মার্চ মতলব দক্ষিণ থানায় একটি নাশকতার মামলা হয়েছে ওই মামলার এজহারভুক্ত দু’নম্বর আসামী সেক্রেটারী জসিম উদ্দিন প্রধান।
এছাড়া গত ৩০ মার্চ উপজেলা জামাতের আমির রশিদ পাটোয়ারীকে আটক করা হয়।
প্রতিবেদক-মাহফুজ মল্লিক
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ০৫ পিএম, ১২ এপ্রিল ২০১৭, বুধবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur