সন্ত্রাস ও জঙ্গিবাদ ইস্যুতে চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ

দেশে সন্ত্রাস সৃষ্টি ও জঙ্গি হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী ‘কেন্দ্র’ ঘোষিত ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর ও হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৬ জুলাই) বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

বিষয়টি চাঁদপুর জেলা জামায়াতের প্রচার শাখা থেকে গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিক্ষোভে চাঁদপুর শহর জামায়াতে নেতৃবৃন্দ বলেছেন, ‘সাম্প্রতিক জঙ্গী হামলা, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যে জনমনে ত্রাসের সৃষ্টি হয়েছে। কিন্তু সরকার প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এই ইস্যুতে বিরোধী দল দমনের অপতৎপরতায় লিপ্ত। দেশ ও জাতিকে সন্ত্রাস এবং জঙ্গিবাদ থেকে বাঁচাতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।’

বক্তারা সরকারকে অপরাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

প্রেস বিজ্ঞপ্তি : আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ২৬ জুলাই ২০১৬, মঙ্গলবার

ডিএইচ

Share