Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / জামায়াত নাকি নারীদের ঘর থেকে বের হতে দেবে না-এ ধরনের প্রচার সম্পূর্ণ গুজব
জামায়াত

জামায়াত নাকি নারীদের ঘর থেকে বের হতে দেবে না-এ ধরনের প্রচার সম্পূর্ণ গুজব

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর নেতৃত্বে এক বিশাল মোটর শোডাউন অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি চলাকালে তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় নেতাকর্মীরা কালেমার পতাকা, জাতীয় পতাকা ও দলীয় প্রতীক উড়িয়ে বিভিন্ন স্লোগান দেন।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন দিক থেকে হাজারো মোটরসাইকেল ও গাড়িবহর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একত্রিত হয়। সেখান থেকে সাংগঠনিক শৃঙ্খলা মেনে র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে আগামীর বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান থাকবে না। শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় আমাদের নেতাকর্মীরা ইতোমধ্যে দায়িত্বশীল ভূমিকা রেখেছে। যখন অনেকে রাজনীতির নামে মানুষকে হয়রান করেছে, তখন আমাদের কর্মীরা পাহারাদারের মতো মানুষের পাশে দাঁড়িয়েছিল, ফলে সন্ত্রাস ও নৈরাজ্য কমেছে।’

তিনি নারীদের নিয়ে গুজব ছড়ানো একটি স্বার্থান্বেষী মহলকে দায়ী করে বলেন, ‘জামায়াত নাকি নারীদের ঘর থেকে বের হতে দেবে না, এ ধরনের প্রচার সম্পূর্ণ গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। নারীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করার উদ্যোগ আমরা গ্রহণ করবো। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই।’

কর্মসূচিতে উপজেলা আমীর মাওলানা ইউনুছ হেলাল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, পৌর আমীর মাওলানা মিজানুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান,
২২ নভেম্বর ২০২৫