Home / উপজেলা সংবাদ / হাইমচর / জামায়াত জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাসী: এড. শাহজাহান মিয়া
জামায়াত

জামায়াত জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাসী: এড. শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বাংলাদেশের জনগণ দেখতে চায় না। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমেই এই দেশকে শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজে পরিণত করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাসী। আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে ন্যায় বিচার, শান্তি ও জনগণের কল্যাণ নিশ্চিত হবে। ক্ষমতা নয়, জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে তিনি হাইমচর উপজেলার চরভৈরভী মাছঘাট, লঞ্চ ঘাট হাইমচর নতুন বাজার সহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি জনগণের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থন কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সাবেক আমীর মাওলানা আব্দুল্লাহ হক, সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন বাহার, সহকারী সেক্রেটারি সাইফুর রহমান, চরভৈরভী ইউনিয়নের আমীর হাফেজ আব্দুল মান্নান, সেক্রেটারি মাস্টার আহমদ আলী, ৫ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মফিজুর রহমান, সেক্রেটারি সিরাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ মনির হোসেন, হাইমচর ইউনিয়ন সভাপতি মাওলানা সাঈদ আহমেদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

পথসভা শেষে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি তাদের সমর্থন জানান এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের আশ্বাস দেন।

স্টাফ রিপোর্টার/
৭ নভেম্বর ২০২৫