বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন বলেছেন, চাঁদপুর জেলার প্রশাসনিক অফিসগুলোর সকল ধরনের সেবা কার্যক্রম যেন সাধারণ মানুষের জন্য নির্ধারিত হয়, সে দিকে জামায়াতের নেতা কর্মীদের নজর রাখতে হবে।
তিনি রোববার সন্ধ্যায় চাঁদপুর জেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা আমীর ও সেক্রেটারিদের মাসিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড. মোঃ শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী জেলা আমীর মাওলানা আঃ রহিম পাটওয়ারী। বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর এড. মাসুদুল ইসলাম বুলবুল। উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য, উপজেলা আমীর ও সেক্রেটারিবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে আরো বলেন, ২৪শের গণঅভ্যুত্থানের পর জামায়াতে ইসলামী এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। মানুষের প্রত্যাশার জায়গা বেড়ে যাওয়ায় জামায়াতের দায়িত্ব বেড়ে গেছে। আসন্ন নির্বাচনে জামায়াতের প্রার্থীগণকে মানুষের কাছে ছুটে যাওয়ার জন্য বলেন। মানুষের কাছে গিয়ে নিজেদের কে জামায়াতের প্রার্থী বলে পরিচয় দিতে বলেন। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল মানুষকে জামায়াতের সংগঠনে শামিল করার দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক, ২৪ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur